Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হলি আর্টিজান হামলা: ৭ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১১:০২ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য রায়সহ মূল নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়সহ যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নথি পৌঁছে দেন। তিনি সাংবাদিকদের জানান, দুই হাজর তিনশ পাঁচ পৃষ্ঠার রায়ের কপি ও অন্যান্য কাগজপত্র সম্বলিত নথি হাইকোর্টে পৌঁছে দেওয়া হয়েছে।

ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড‍াদেশ হলে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। এছাড়া এ মামলার রায় অনুযায়ী আসামিরা আইন অনুয়ায়ী উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

গত ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ মামলায় একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই নব্য জেএমবির সদস্য।

তারা হলেন, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুরহাটের হাদীসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। বেকসুর খালাস পাওয়া আসামি হলেন চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান।

সংশ্লিষ্ট আদালতের পেশকার পারভেজ ভূঁইয়া জানান, মামলার এজাহার, জব্দ তালিকা, চার্জশিট, সাক্ষীদের সাক্ষ্য, রায়সহ মোট দুই হাজার ৩০৭ পৃষ্ঠার যাবতীয় নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়া হয়েছে। এরমধ্যে রায় ১৩৪ পৃষ্ঠা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা নথিপত্র রিসিভ করেছে।

Bootstrap Image Preview