Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যশোরে শুরু হয়েছে জোড় ইজতেমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


যশোরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আঞ্চলিক জোড় ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়।

তাবলীগ জমায়াতের মুরব্বিরা ইসলামি আকিদার ওপরে বয়ান করছেন।

ইজতেমা উপলক্ষে যশোর উপ-শহর মাঠে প্রায় সাত লাখ বর্গফুট জায়গাসহ গোটা মাঠ ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, বাহরাইন, ঢাকা কাকরাইল মাদরাসার মুসল্লিরা এরইমধ্যে ইজতেমা মাঠে পৌঁছেছেন। এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলা, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ ২১ জেলার মুরব্বিরা এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। ইজতেমায় তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ইজতেমার প্রধান জিম্মাদর মাওলানা নাসীরউল্লাহ জানান, এবার প্রায় এক হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধীর থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের ইশারায় ভাষা বয়ান করে  বোঝানোর জন্য ২০জন অনুবাদক রাখা হয়েছে।

এদিকে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

Bootstrap Image Preview