Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কসহ মুসলিম দেশেগুলোতে রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেওয়ার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মিয়ানমার থেকে বিতারিত হয়ে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মুসলিম দেশগুলোতে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল (২১ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির উপ-রাষ্ট্রপতি ফুয়াদ ওকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থমন্ত্রী এমন পরামর্শ দেন।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘পৃথিবীর অন্যতম প্রধান জনবসতিপূর্ণ একটি ছোট দেশ বাংলাদেশ। এখানে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় হুমকি, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।’

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবসনের কোনো বিকল্প নেই উল্লেখ করে সমস্যা সমাধানে তুরস্কের সহায়তা কামনা করেন অর্থমন্ত্রী।

‘সমস্যাটি সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পাশাপশি বিতাড়িত এই অসহায় মানুষগুলো যেহেতু মুসলমান তাই বিশেষ করে মুসলিম দেশগুলো ভাগাভাগি করে তাদের আশ্রয় প্রদান করলে সমস্যা অনেকটাই সমাধান হতে পারে,’ বলে মনে করেন মুস্তফা কামাল।

তুরস্কের উপ-রাষ্ট্রপতি এ বিষয়ে আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পাশাপাশি রোহিঙ্গাদের ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান অর্থমন্ত্রী।

এ ছাড়া দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Bootstrap Image Preview