Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাওনের বাবা-মাকে খুঁজছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় খুঁজে পাওয়া শাওন নামের চার বছরের এক শিশুর বাবা-মা বা অভিভাবককে খুঁজছে ঢাকা মহানগর  পুলিশ (ডিএমপি)। শিশুটি এখন ডিএমপির তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। 

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

মাসুদুর রহমান জানান, গত ১৩ অক্টোবর রমনা থানার মালিবাগ রেলগেট এলাকায় শিশুটিকে খুঁজে পায় থানা পুলিশ। সে তার বাবার নাম রিপন বলে জানায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় রমনা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে পাঠায়।

ডিএমপি সুত্রে জানা যায়, শাওনের বয়স ৩ থেকে ৪ বছর, গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল-সাদা রঙয়ের গেঞ্জি। এ বিষয়ে ১৩ অক্টোবর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শাওনকে চিনে থাকেন বা তার স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে তেজগাঁও থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার জানানোর অনুরোধ করছে ডিএমপি। 

Bootstrap Image Preview