Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবনের বাস্তবতা মেনে নিতে না পেরে জঙ্গিবাদে তরুণরা: মনিরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


জঙ্গিবাদে টেনে আনতে ইন্টারনেটে আকর্ষণীয় প্যাকেজ ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেছেন, জীবনের বাস্তবতা মেনে নিতে না পেরে তরুণরা নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে। এখন যারা (জঙ্গি) গ্রেপ্তার হচ্ছে, তারা কেউ কেউ আগে থেকেই জড়িত ছিল, আবার কেউ কেউ নতুন করে র‌্যাডিকালাইজড হয়ে জঙ্গিবাদে জড়িয়েছে।

শনিবার দুপুরের দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ‘ঢাকা পিস টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মনিরুল ইসলাম বলেন, জীবনের বাস্তবতা মেনে নিতে পারছেন না এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তরুণরাই নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে।

তিনি বলেন, যেসব তরুণের ভেতরে দেশপ্রেম নাই, মানুষের প্রতি দায়িত্ববোধ নাই, যার ভেতরে টলারেন্স নাই, মতাদর্শিক জায়গায় যে খুবই দুর্বল, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে পারছে না, ডিসিশন নিতে পাচ্ছে না এবং শর্টকাট পথ খুঁজছে সে ধরনের পলায়নপর তরুণরাই র‍্যাডিক্যালাইজড হচ্ছে।

নতুন করে কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে কিনা, এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, কেউ কেউ আগে থেকে ছিল। কেউ আবার নতুন করে জড়াচ্ছে। বর্তমানে জঙ্গিবাদের রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত, তারা ইন্টারনেটে লুকরেটিভ (লোভনীয়) প্যাকেজ দিচ্ছে। যাদের ভেতরে অ্যান্টিবডি কম তাদের টার্গেট করে নতুন করে জঙ্গিবাদে জড়ানো হচ্ছে।

Bootstrap Image Preview