Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ মাস পর কবর থেকে তোলা হলো আওয়ামী লীগ নেতার লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


আদালতের নির্দেশে চার মাস পর কবর থেকে তোলা হলো আওয়ামী লীগ নেতা শেখ ইয়াকুব আলী হীরা মরদেহ। বুধবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার রয়না কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে পুলিশ।

হীরা রয়না গ্রামের মৃত আবদুল মান্নান ওরফে মুন্নাফের ছেলে। মৃত্যুর আগে তিনি বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা ট্রাক, লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আহসান হাবীব জানান, গত ১৭ জুন শেখ ইয়াকুব আলী হীরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। কিন্তু পরে তার মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দেয়ায় গত ২৯ আগস্ট নিহতের প্রথম পক্ষের মেয়ে ঈশিতা ইয়াসমিন বাদী হয়ে তার বাবাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আদালতে মামলা করেন।

মামলায় হীরার ছোট স্ত্রী জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, শ্বশুর রেজাউল করিম, শাশুড়ি আঞ্জুমান বেগম ও শ্যালক রকিকে আসামি করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ইয়াকুব আলী হীরার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview