Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদের পাশে ফুটফুটে নবজাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ শহরতলীর ঢোলাদিয়া এলাকার থেকে জীবিত এক ছেলে নবজাতকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সালেহা মার্কেটের জামে মসজিদের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে শহরতলীর ঢোলাদিয়া এলাকায় স্থানীয়রা নবজাতকটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই নবজাতকটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকের বরাদ দিয়ে ওসি আরও জানান, নবজাতকটির জন্ম হয়েছে ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে। নবজাতকটি বর্তমানে সুস্থ্য আছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তাদের খোঁজ-খবর নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওসি মাহমুদুল ইসলাম বলেন, ইতোমধ্যে কয়েকজন দম্পতি শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সব আইনি প্রক্রিয়া শেষে উপযুক্ত পরিবারে শিশুটিকে হস্তান্তর করা হতে পারে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে ময়মনসিংহের ফুলপুরে রাস্তা থেকে আরেকটি নবজাতককে উদ্ধার করেছিল পুলিশ।

Bootstrap Image Preview