Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজনীতি নিষিদ্ধ, এবার বুয়েট আবাসিক হল থেকে নামছে ব্যানার-ফেস্টুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ফলে খুব দ্রুত সবগুলো আবাসিক হল থেকে সকল ছাত্র সংগঠনের পোস্টার ফেস্টুন নামিয়ে ফেলা হবে।

শুক্রবার ছাত্রদের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এসব কথা বলেন।

ছাত্রদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব হলে ছাত্রসংগঠনের নেতারা এককভাবে রুম নিয়ে থাকেন সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযান চালানো হবে। সেগুলোতে নতুন ছাত্রদেরকে সিট বরাদ্দ দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে বুয়েটের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা শেষ হলে তাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করার জন্য তিনি ছাত্রদের আন্তরিক সহযোগিতা চান।

কিন্তু শিক্ষার্থীদের দাবি আগামী ১৪ তারিখের ভর্তি পরীক্ষা বন্ধ রাখতে হবে। তারা বলছে, আমাদের যেসব দাবি আপনারা মেনে নিয়েছেন এসব দাবি যথাযথ প্রয়োগ হলেই মাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের দাবি, আবরার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা নিলে আবরারের রক্তকে অপমানি করা হবে।

শিক্ষার্থীদের বলছে, আবরারের লাশের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র ভর্তি পরীক্ষার সুযোগ নেই। মেনে নেয়া দাবিগুলোর যথাযথ বাস্তবায়ন না করে ভর্তি পরীক্ষা কোনোভাবেই অনুষ্ঠিত হতে দেয়া হবে না। প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Bootstrap Image Preview