Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, মে ২০২০ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে দেশ ভাসছে: চরমোনাই পীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলেও সরকার দুর্নীতি ও ক্যাসিনো উন্নয়ন করেছে। দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে দেশ ভাসছে।

বুধবার (২ অক্টোবর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, উন্নয়নে বালিশ দুর্নীতির দৃশ্য বিভিন্ন প্রতিবেদনে পুনরায় উঠে এসেছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পর চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আগেই দুর্নীতির নীল নকশা ফুটে উঠেছে। এখানে একটি বালিশের মূল্য ২৭,৭২০ ও কাভার মূল্য ২৮,০০০ টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ৩৫ হাজার টাকা, ১৫ টাকার টেস্টটিউবের দাম ৫৬ হাজার টাকা। এভাবেই দেশের সম্পদ কুক্ষিগত করার চিত্র ফুটে উঠছে।

তিনি বলেন, প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে। একদিকে দুর্নীতি অপরদিকে ক্যাসিনো সমানতালে চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত। দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়।

সভায় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মঠবাড়ীয়া উপজেলা সভাপতি মাওলানা ছগির হোসাইন, মাওলানা শিহাবুদ্দিন শেহাব কাসেমী, মাওলানা বেলায়েত হোসেন, ছাত্রনেতা এম এম রেদওয়ান প্রমুখ।

Bootstrap Image Preview