Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ আটক, গুলশানের বাসায় চলছে জিজ্ঞাসাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় 'ইয়াং ম্যান্স ক্লাবে'র অবৈধ ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এবং ওই বাসাতেই তার জিজ্ঞাসাবাদ চলছে বলে র‌্যাব সদর দফর সূত্রে জানা যায়।

অন্যদিকে  খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন 'ইয়াং ম্যান্স ক্লাবে'র অবৈধ ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান চালায় র‌্যাব।  এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview