Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘালয়েও হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি: তথ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের মেঘালয়ে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হবে বলে জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

দেশটিতে সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মঙ্গলবার বিকেলে এক বৈঠকে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী এসময় আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

ঘন্টাব্যাপী আন্তরিক এ বৈঠকে ড. হাছান মুক্তিযুদ্ধের সময় আন্তরিক সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীকে মেঘালয়ের প্রতি বাংলাদেশের অকুন্ঠ ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী বলেন, 'নির্মাণ ও স্থাপত্যশিল্পে এশিয়ার সবচেয়ে কর্মপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রচুর পাথরের চিপস আমদানি করে। দূরবর্তী অঞ্চল বা দেশ থেকে না এনে মেঘালয় থেকে নিলে সাশ্রয়ী হবে। একইসাথে বাংলাদেশে উৎপাদিত রাবার মেঘালয় সুলভে আমদানি করতে পারে।'

কনরাড সাংমা এ প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, 'পাথরের চিপস পরিবহনে সহজতার জন্য কনভেয়ার বেল্ট নির্মাণ করবে মেঘালয় রাজ্য সরকার। একইসাথে রাবার আমদানির বিষয়টিকেও গুরুত্ব দেবে তারা।'

এসময় তামাবিল-ডাউকী সীমান্ত দিয়ে বাস যোগাযোগ, সমন্বিত চেকপোস্ট, সীমান্ত-পারাপার পণ্যপরিবহন ও সীমান্ত হাট ব্যবস্থাপনা সহজীকরণে দ্রুত অগ্রগতির ওপর জোর দেন তারা।

এর আগে সকালে গৌহাটিতে কিংবদন্তি সংগীত প্রতিভা ভূপেন হাজারিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী।

শুভেচ্ছাস্মারক বিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙ্গামাকে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচার ইংরেজি ভার্সন, নৌকা স্মারক, নকশীকাঁথা ও জামদানী উপহার দেন।

তথ্যমন্ত্রীর সাথে তার স্ত্রী নূরান ফাতেমা, গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনার এস এম তানভীর মনসুরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ড. হাছান।

Bootstrap Image Preview