Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে স্কুল শিক্ষকের চাঁদাবাজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মনিরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। 

আটককৃত মনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের হজতুল্লাহ’র ছেলে। সে মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম জানান, প্রতারক মনিরুল ইসলাম নিজের নাম পরিবতর্ন করে এম এ তারিক আজিজ বলে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার কলেজে আসেন। ওই দিন তিনি কলেজে অডিটের নামে বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করেন। বৃহস্পতিবার রাতে তাকে কল করতে বলেন।

রাতে কল করলে প্রয়োজনীয় কাগজপত্রসহ শনিবার প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে বলেন। শনিবার সকালে তিনি স্কুলে এসে কাগজপত্র হাতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টির জন্য খরচের টাকা দাবি করেন।

এসময় তার আচরণ সন্দেহজনক হলে বিভিন্ন স্থানে খোঁজ খবর দিয়ে দেখা যায় তিনি একজন প্রতারক। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

পুলিশের কাছে প্রতারক মনিরুল ইসলাম নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি বজলুর রহমান।

Bootstrap Image Preview