Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, ডিসেম্বার ২০১৯ | ২ পৌষ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

এবার ডেঙ্গুতে প্রাণ গেল উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


ডেঙ্গুর কাছে এবার হেরে গেলেন বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২)।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। উপজেলার সদর ইউনিয়নের সিংগুমপাড়ার বাসিন্দা তাঁরা।

বেবীর পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বেবী। একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয় তাঁকে। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে  চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। 

Bootstrap Image Preview