Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে হঠাৎ প্রাথমিক স্কুলে গণশিক্ষা প্রতিমন্ত্রী, বরখাস্ত শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


ঝটিকা পরিদর্শনে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এক বছর অনুপস্থিত থাকায় তাকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নামেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

গুলিস্তানের সুরিটোলা স্কুলে কোনো অনিয়ম পাননি প্রতিমন্ত্রী। সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায়, শিক্ষকদের সতর্ক করেন তিনি। আর মহসিন স্কুলে অনুপস্থিত থাকা শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে।

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী আরও জানান, স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সংকট নিরসনের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview