Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে জামিন পেলেন থানায় 'গণধর্ষণের' শিকার সেই নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview


খুলনার রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর গণধর্ষণের অভিযোগকারী সেই নারী অবশেষে পুলিশের দেওয়া মাদক মামলায় জামিন পেয়েছেন। 

বুধবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান জামিন আবেদন মঞ্জুর করেন। 

মামলায় বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। 

এর আগে, গত ১৯ আগস্ট শুনানি শেষে ওই নারীর জামিন নামঞ্জুর করেন খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

জানা যায়, গত ২ আগস্ট রাতে ওই নারীকে আটকের পর রেলওয়ে থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ উঠে। পরদিন ৩ আগস্ট ৫ বোতল ফেন্সিডিলসহ আটক দেখিয়ে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় বুধবার আদালত জামিন দিয়েছেন। 

আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, মামলায় আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিনে বিবাদী নারীকে আদালতে হাজির করার শর্ত সাপেক্ষে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়। 

এদিকে, ধর্ষণের অভিযোগ জানালে আদালতের নির্দেশে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূক্তভোগী নারী বাদী হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ০৩ (তাং ১০/০৮/১৯ইং)।

Bootstrap Image Preview