Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্রিম টিকিট কেটেও ভোগান্তি চরমে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীবাসী ছুটছে প্রিয়জনদের উদ্দেশে। এজন্য আগে থেকেই বেশিরভাগ মানুষের থাকে প্রস্তুতি। বিশেষ করে অগ্রিম টিকিট কেটে অনেকটা নিশ্চিত থাকতে চান যাত্রীরা। কিন্তু তাতে স্বস্তি মিলছে না। পদে পদে ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো মানুষ। 

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর ফুলবাড়িয়াসহ বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় যাত্রীদের ভোগান্তি। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিয়ে অগ্রিম টিকিট কেটেও নির্দিষ্ট সময়ে বাস না পেয়ে অনেক যাত্রীকেই শোরগোল করতে দেখা গেছে। অনেকেই আবার সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন।

গুলিস্তান কাউন্টারে অপক্ষমান টুঙ্গিপাড়ার বাসিন্দা জিয়াউল হক জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি দিয়ে টিকিট সংগ্রহ করেছেন তিনদিন আগে। শুক্রবার সকাল সোয়া ৯টার টিকেট নিয়েছিলেন তিনি। দুপুর ১২টা ১০ মিনিটের সময়ও বাস আসেনি। কখন আসবে তাও জানেন না।

তিনি বলেন, বাসগুলো কাউন্টারে আসার আগেই বাড়তি ভাড়া নিয়ে মাঝপথ থেকেই চলে যাচ্ছে। যার কারণে আমরা পাচ্ছি না। এদের কথা আর কাজের কোনো মিল নেই। এমন প্রচণ্ড গরমে এখানে বসে থাকা যায়?

এমন অনেকেই কাউন্টারে বসে বসে অলস সময় কাটাচ্ছেন। গরমে অতিষ্ট সবাই। বাচ্চাদের চিল্লাচিল্লি। কাঙ্ক্ষিত বাসের নাগাল কখন পাবেন তা জানা নেই কারোই।

খুলনাগামী যাত্রী জামাল উদ্দিন কথা প্রসঙ্গে উদ্ধিগ্ন হয়ে বলেন, আজ ৪৫০ টাকার টিকিট ৫৮০ টাকা দিয়ে কেটেছি। সকাল ১০টার বাস ছিল। বাস এখনো আসেনি টার্মিনালে। কখন আসবে জানা নেই। আমার মনে হয় আজ যাওয়াই হবে না।

এসব বিষয়ে পরিবহন কাউন্টার থেকে জানানো হচ্ছে, গাড়ির তুলনায় যাত্রী অনেক বেশি। তাছাড়া রাস্তায় যানজটসহ নানা কারণে বাসগুলো সময় মতো পৌঁছাতে পারছে না। ফলে শিডিউল বিপর্যয় ঘটছে।

Bootstrap Image Preview