Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা (তিন সড়ক) এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ, কারখানায় ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

কারখানার অপারেটর স্বপন জানান, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে তারা কারখানায় বিক্ষোভ শুরু করে। তারপরও কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ কিছু শ্রমিক কারখানার দরজা-জানালার কাঁচ, আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে।

এতে সড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানায় অবস্থান করছিল।

কারখানার অপারেটর সালমা জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বোনাস ও জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বিষয়টি সমাধানের জন্য কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান জানান, অর্থাভাবে কর্তৃপক্ষ ঈদ বোনাস এবং জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে। ’

শরিফুর রহমান আরও জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মালিক পক্ষ ও শ্রমিকদের আলোচনার পর শুক্রবারের মধ্যেই কারখানা কর্তৃপক্ষ বেতন-বোনাস প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

পরে তারা কারখানার ভেতরে অবস্থান নেন এবং টাকার জন্য অপক্ষো করতে থাকেন। তবে বিকেলে সাড়ে ৩টার দিকেও শ্রমিকরা বেতন-বোনাসের টাকা পায়নি।

 

 

  

Bootstrap Image Preview