Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুথে টাকা না থাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা না তুলতে পেরে সকাল থেকে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। যাদের বেশির ভাগই পোশাক শ্রমিক।

শুক্রবার (৯ আগস্ট) সকালে টঙ্গী হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী হোসেন মার্কেটের নিচে স্থাপিত ডাচ-বাংলা ব্যাংকের বুথে সকাল থেকে বেতনের টাকা তুলতে দীর্ঘ লাইনে দাঁড়ান পোশাক শ্রমিকসহ অনেকে। বুথ থেকে টাকা তোলার চেষ্টা করে কয়েকজন ব্যর্থ হলে নিরাপত্তাকর্মী জানান টাকা শেষ। এতে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা। গ্রাহকদের বিক্ষোভের মুখে সাটার লাগিয়ে সটকে পড়েন নিরাপত্তাকর্মীরা।

এদিকে বুথ থেকে টাকা তুলতে না পেরে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক, বিশেষ করে পোশাক শ্রমিকরা। কারণ, তাদের সামান্য বেতনের টাকাটি জমা হয়েছে ডাচ-বাংলার অ্যাকাউন্টে।

টঙ্গী হোসেন মার্কেট এলাকার কয়েকজন গ্রাহক জানান, টঙ্গী বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ডাচ-বাংলার সব বুথ টাকাশূন্য। সব বুথের সামনেই গ্রাহকদের ভিড়। হোসেন মার্কেটে যখন বিক্ষোভ চলছিল তখন টাকা বহনকারী নিরাপত্তা কোম্পানি জি-ফোর্সের একটি গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। বিক্ষুব্ধ গ্রাহকরা রাস্তায় নেমে সেটি আটকে টাকা দিয়ে যেতে চাপ দিতে থাকেন। ওই গাড়ি থেকে জানানো হয় যে, তারা অন্য কাজে যাচ্ছেন। তবু বিক্ষুব্ধ গ্রাহকরা মানতে নারাজ। এতে মহাসড়কে যানজট লেগে যায়।

এ বিষয়ে ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকতা সগির আহমেদ বলেন, বুথে টাকা শেষ হয়ে গেছে আমরা জেনেছি, তাৎক্ষণিক গাড়ি পাঠানো হয়েছে, কিন্তু রাস্তায় যানজটের কারণে টাকা বহনকারী গাড়ি সঠিক সময় পৌঁছাতে পারেনি। আশা করছি কিছুক্ষণের মধ্যে এটি সমাধান হয়ে যাবে।

তিনি জানান, ঈদে বুথগুলোতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে আমাদের টিম কাজ করছে। কিন্তু টাকা লোড করতে কিছু সময় লাগে এই কারণে কিছু কিছু সমস্যা হয় বলে তিনি জানান।

ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্বক্ষণিক এটিএম সেবা চালু নিশ্চিত করা, বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে, এ ছাড়া পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview