Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ৭৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ১২:৩১ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ১২:৩১ PM

bdmorning Image Preview


গাজীপুরে অভিনব কায়দায় মিনি ট্রাকে করে পাচারের সময় ৭৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব-১। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর মিতালি ফিলিং স্টেশনের সামনে থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মিনি ট্রাকটি জব্দ করা হয়। মাদক কারবারীরা ট্রাকের পাটাতনের ওপর কয়েক ইঞ্চির আরো একটি পাটাতন তৈরি করে তার ভেতরে ফেন্সিডিল পাচার করছিল।  

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছোট হাদিনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে অটোচালক সুমন আলী (২৪), নওগাঁর পত্নীতলা থানার দাসনগর দক্ষিন পাড়া গ্রামের আব্দুল জাফরের ছেলে মিনি ট্রাকের চালক আব্দুল মজিদ (২৪) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মিঠু (২৬)।

র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকায় মাদক পাচার করে আসছিল। ইতোপূর্বে সুমন ৩০টি, মজিদ ও মিঠু ১৫টি করে চালান চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাচার করেছে।

Bootstrap Image Preview