Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৩২৬ রোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া বর্তমানের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৭৬৫ ডেঙ্গু রোগী কিৎসাধীন রয়েছেন বলেও জাননো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ১৬৭।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২ হাজার ৪২৮।

সরকারি হিসাব অনুযায়ী-চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বর্তমানে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে এ সংখ্যা শতাধিক।

Bootstrap Image Preview