Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় বিলীন ৩শ’ বছরের পুরনো মসজিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১০:৫৭ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১০:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জে রাক্ষুসে মেঘনা নদীর গ্রাসে হারিয়ে গেছে তিনশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী আলীগঞ্জ বাজার জামে মসজিদ। 

সোমবার (৫ আগস্ট) আকস্মিক ভাঙ্গনে আলীগঞ্জ মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার সাথে সাথে ভাঙন তীব্র হওয়ায় ঝুঁকিতে রয়েছে বহু প্রতিষ্ঠান। 

নদী ভাঙনে দিশেহারা স্থানীয়রা জানান, নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়ি-ঘর, বাগানসহ সব কিছু। গত কয়েক দিনে মেঘনার ভাঙন তীব্র হওয়ায় মেহেন্দিগঞ্জ এবং হিজলার সিমান্তবর্তী আলীগঞ্জ এলাকার মানুষের দিন কাটে আতংকে। ওই এলাকায় বিরাজ করছে হাহাকার।

ভাঙন ঝুঁকিতে পড়েছে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ বাজার, আশীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা পি.এন মাধ্যমিক বিদ্যালয়, বাথুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিসসহ শতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা ও ঘরবাড়ি।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মেঘনা নদীর তীর সংরক্ষণে ১৯০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্প রিভাইস করে আলীগঞ্জের ১ হাজার ৬ মিটার নদীর তীর সংরক্ষন অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৪ আগস্ট এক সভায় আলীগঞ্জে নদীর তীর সংরক্ষন প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই চূড়ান্ত অনুমোদন হলে আলীগঞ্জে নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হবে।

Bootstrap Image Preview