Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছয় মাসে ধর্ষণের শিকার ৮২৬ শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গত ছয় মাসে সারা দেশে ৮২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন (ক্র্যাক)। 

বৃহস্পতিবার (২৫ জুলাই)  রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ক্র্যাক জানায়, চলতি বছর জানুয়ারির ১ থেকে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত দেশে ৮২৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়।

বলা হয়, গত পাঁচ বছর ধর্ষণের শিকার নারীর ৯০ ভাগই শিশু ও কিশোরী।

ক্র্যাক দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে আসক'র নির্বাহী পরিচালক শিপা হাফিজা ও দশটি বেসরকারি সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান।

Bootstrap Image Preview