Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে র‌্যাবর অভিযানে ১০ লক্ষ জাল রুপিসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


রাজশাহী নগরীর রামচন্দ্রপুর (কেদুর মোড়) বৌ বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

রবিবার (২১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান চালিয়ে বাড়িটিতে তল্লাশি করে দুপুর দুইটার দিকে র‌্যাব সদস্যরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন (২২),চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোসাদ্দেক হোসেন ও নাটোরের জাহাঙ্গীর হোসেন।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের জানান, জাল নোটের কারখানা থাকার খবর পেয়ে নুর মিয়ার বাড়ি রাত ২টা থেকে গোয়েন্দা নজরদারিতে নেয়া হয়।

নিশ্চিত হওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাবের একটি দল বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশী করে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এসময় ওই বাড়ি থেকে জাল রুপি তৈরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে এক কোটি জাল রুপিসহ গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে দুই মাস আগে সে রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করে। কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল রুপি তৈরি করছিল বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview