Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলকে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে  স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরখাস্তের পর ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গালিব খান জানান, ইউনিয়ন পরিষদের জমি অনিয়মের মাধ্যমে লিজ দেওয়া, এলজিএসপির অর্থ আত্মসাৎ এবং ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলকে স্থায়ীভাবে বরখাস্ত এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

 

Bootstrap Image Preview