Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪৫১ কোটি টাকা ব্যয়ে ঢাকায় চালু হচ্ছে শাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকায় শাটল ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। রাজধানী থেকে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের মধ্যে চলাচল করবে, ছয় সেট শাটল ট্রেন। ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। যাতে ব্যয় হবে ৪৫১ কোটি টাকা।

সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন জানায়, বঙ্গবন্ধু হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণে ৩৪৫ কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬২ কোটি টাকা ব্যয়ে, ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধা স্থাপন করবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি। তৃণমূলে খেলাধূলায় উৎসাহ যোগাতে, ৬টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের প্রকল্প হাতে নিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন।

Bootstrap Image Preview