Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানমন্ডিতে নির্যাতন সইতে না পেরে ৭ তলা থেকে লাফিয়ে পড়ল ২ গৃহকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর ধানমন্ডি এলাকায় গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে ৭ তলা বাসার ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার সময় লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে গৃহকর্মী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকাল পৌনে দশটায় ধানমন্ডির ১৪/এ ২৮ নম্বর বাসার ৭ তলা থেকে লাফিয়ে পড়ে ১১ বছরের একটি ছেলে। তার পরপরই আরেকজন লাফিয়ে পড়তে গেলে সঙ্গে সঙ্গে ভেন্টিলেটরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে আত্মঘাতী এপথ বেছে নেয় শিশু দুইটি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশু দুটি লাফিয়ে ওপরতলা থেকে নিচে পড়ে।

৭ তলার ঐ বাসায় গিয়ে দেখা যায়, মাত্র ৬ বাই ৮ ইঞ্চি ভেন্টিলেটর দিয়ে লাফিয়ে পালাতে চেয়েছিল শিশু দুটি। এক মেয়ে ও স্ত্রীসহ কয়েক বছর আগে বাসা ভাড়া নেন গোলাম কিবরিয়া। পেশায় তিনি ইটভাটা মালিক। মাত্র সাতদিন আগে নিজ এলাকা লক্ষ্মীপুর থেকে গৃহকর্মী দু-জনকে নিয়ে আসেন তিনি।

গোলাম কিবরিয়ার এক প্রতিবেশী বলেন, তাদেরকে যে অত্যাচার করা হতো সেকথা ছেলেটা সবার সামনেই বলেছে।

মারাত্মক আহত শরীফকে ঢাকা মেডিকেলে পাঠানো হলেও, আরেক গৃহকর্মী স্বপনকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় স্ত্রী, মেয়ে এবং মেয়ের জামাইসহ ঐ বাসার গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

Bootstrap Image Preview