Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রান গেলো অটো চালকের

বগুড়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়ায় ট্রাকের সঙ্গে অটোরিক্সার সংর্ঘষে হাফিজুর রহমান (৪০) নামে এক অটো চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের জয়বাংলা হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অরও চারজন আহত হয়েছেন। নিহত হাফিজুর বগুড়া সদর উপজেলার কর্নপুর উত্তর গ্রামের মৃত মোগলা প্রামানিকের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক ছিলেন।

জানা যায়, চারজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত রিক্সাটি মাটিডালী থেকে সাবগ্রাম যাচ্ছিল। জয়বাংলা হাটসংলগ্ন বিপরীতমুখ থেকে আশা একটি খালি ট্রাকের সঙ্গে অটোরিক্সার মুখামুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাফিজুর মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ওহেলপার পালিয়েছে।

Bootstrap Image Preview