Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এনজিও’র গাড়ি থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


কক্সবাজার শহরের লিংক রোড থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের লিংক রোড এলাকা থেকে একটি এনজিও’র গাড়ি ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ কথা জানান।

আটক দুইজন হলো, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালিগঞ্জ এলাকার কামরুল ইসলাম ভূইয়ার ছেলে মো. দৌলত আজিম (৩৯) ও লক্ষীপুরের চাদখীল এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল রানা (২২)।

কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে ‘হিউমিনিটি ফার্স্ট সারভিং ম্যানকাইন্ড’ নামে এনজিও সংস্থার স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Bootstrap Image Preview