Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘এরশাদকে কিডনি দিতে চাই’ কাঁদতে কাঁদতে বললেন মকবুল হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিজের কিডনি দান করে বাঁচাতে চান সিলেটের মকবুল হোসেন। তিনি ওসমানী নগরের বাসিন্দা।

মকবুল হোসেন কেঁদে কেঁদে সাংবাদিকদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার দলকে অন্তর থেকে ভালোবাসার টানেই তিনি তার নেতাকে কিডনি দান করতে চাচ্ছেন।

তিনি জানান, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই দলের নেতা এরশাদকে মনেপ্রাণে ভালোবেসেই তিনি জাতীয় পার্টির রাজনীতি করে আসছেন। আজ দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য কিছু করার জন্য তিনি নিজের কিডনি দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানকে বাঁচাতে তার নিজের দুটি কিডনিই দান করার ইচ্ছা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় পার্টি নেতা মকবুল হোসেন ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসায় নিয়োজিত সম্মানিত শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দের প্রতি আমার আকুল আবেদন, শুনেছি স্যারের কিডনি কাজ করছে না, আমার রক্তের গ্রুপ AB+। যদি আমার দুই কিডনি স্যারের দেহে লাগালে স্যার সুস্থ হয়ে যান তা হলে আমাকে বলবেন আমি এসে কিডনি দেব। আমার স্যার সুস্থ হোন, আমি স্যারের মুখের কথা শুনতে চাই, সারা বাংলার মানুষ এরশাদ সেনারা এরশাদ সাহেবকে দেখতে চায়।’

প্রসঙ্গত, মকবুল হোসেন উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামের বাসিন্দা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

Bootstrap Image Preview