Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যশোরে বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধিঃ  
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যশোরের শার্শার বাগআঁচড়ায় বাসের (যশোর-জ১১-০১২৫) ধাক্কায় নসিমনে থাকা টুটুল (৩৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

শনিবার (২৯ জুন) দুপুরে যশোর সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গরু ব্যবসায়ী টুটুল হোসেন ঝিকরগাছা থানার লক্ষিখোলা গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে।

আহতরা হলেন, নসিমন চালক শফিকুল ইসলাম(৪০) একই থানার পদ্মপুকুর গ্রামের নবাব উদ্দীনের ছেলে। মারাত্মক আহত শফিকুল ইসলামকে প্রথমে বাগআঁচড়া জোহরা মেডিকেলে নিয়ে আসা হয়, পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করার নির্দেশ দেন।

স্থানীয় সূর্ত্রে জানা যায়, জামতলা মোড়ে একটু যানজটের মত পরিস্থিতি সৃষ্টি হলে, কয়েক মিনিট ধরে বেশ কয়েকটি যানবাহন সিরিয়ালে দাড়িয়ে থাকে এমতো অবস্থায় যশোর থেকে সাতক্ষীরা গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের পেছনে ধাক্কা দিলে নসিমনে থাকা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে চালককে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে থানার ইনচার্জ রফিক আহমেদ বলেন, গাড়িটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে এবং এই ঘটনায় নিহত টুটুলের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview