Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেরোসিনের চুলা বিস্ফোরনে ৩ ছাত্রী দগ্ধ

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রী নিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরনে শামিমা, সানজিদা ও ফাতেমা নামে ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় এ ঘটনাটি ঘটে। এরা সবাই নাটোর এন এস সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শামীমা কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় তেল ফুরিয়ে গেলে সানজিদা তেল স্টোভে তেল ঢালার সময় বিস্ফোরন ঘটে। এসময় দুইজন অগ্নিদগ্ধ হয়। তাদের বাঁচাতে এসে ফাতেমা নামে অপর ছাত্রী অগ্নিদগ্ধ হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Bootstrap Image Preview