Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে ছয় বছরের শিশু খুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের পরের দিন  ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুরের চরগড়গড়ি গ্রামের করলা ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম সোহাগ হোসেন। সে চরগড়গড়ি ক্যানেলপাড়া গুচ্ছগ্রামের কৃষক আকমল খাঁর ছেলে। একই গ্রামের বৌটুবানী পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।

শিশুর বাবা আকমল হোসেন বলেন, সোহাগ সোমবার (২৪ জুন) বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শিশু সোহাগকে খুঁজে না পেয়ে রাতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে মাইকিং করা হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে করলা ক্ষেতে সোহাগের লাশ পড়ে থাকতে দেখেন মাঠের কৃষকেরা। তারা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পান।

আকমল হোসেন বলেন, কে বা কারা তার ছেলেকে হত্যা করেছে, তিনি জানেন না। তিনি থানায় মামলা করবেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে শিশুটির খেলার ফুটবলটিও পাওয়া গেছে। গলা ও পিঠসহ শিশুটির শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

Bootstrap Image Preview