Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় জিহাদুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার পনাউল্লাহ বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত জিহাদুল ইসলাম উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের কুটি মিয়ার পুত্র ও লিডিং ইউনিভার্সিটির এলএলবি ১ম বর্ষের ছাত্র।

এ সময় মোটরসাইকেল আরোহী (জিহাদের ফুফাতো ভাই) উপজেলার জাহারগাঁও গ্রামের বারাম খানের পুত্র সুবেল খান (২০), খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের জুনেদ মিয়া ও খলিল মিয়া আহত হন।

নিহত জিহাদুল ইসলামের চাচা ডা. সামছুল ইসলাম জানান, মঙ্গলবার দেড়টার দিকে তার ফুফাতো ভাই সুবেল খানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জিহাদুল।

তিনি আরও জানান, পনাউল্লাহ বাজার অতিক্রম করার সময় তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন জিহাদুল ইসলাম, অপর আরোহী সুবেল খান, জুনেদ মিয়া ও খলিল মিয়া। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিহাদুল ইসলাম মারা যান। 

Bootstrap Image Preview