Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাড়ি থেকে ডেকে নিয়ে জেএসএস সমর্থককে গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


বান্দরবানে রোয়াংছড়িতে অংসিংচিং মারমা (৩৬) নামে জনসংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নে থোয়াইঅংগ্য পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তার হাত পিছমোড়া করে বাঁধা ছিল।

নিহত অংসিংচিং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মংপ্রুথুই মারমার ছেলে।

নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন জানান, রাত দেড়টার দিকে কয়েকজন লোক এসে অংসিংচিংকে বাইরে ডেকে নিয়ে যায়। এ সময় গুলির শব্দও পাওয়া গেছে। সকালে পাড়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, অংসিংচিং মারমা আঞ্চলিক রাজনীতিতে কোনো সক্রিয় কর্মী নয়। তবে এলাকায় জনসংহতি সমিতির সমর্থক হিসেবে তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Bootstrap Image Preview