Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থীর জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয় পেলেন গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির আহবায়ক। বেসরকারি ফলাফলে তিনি ৫৭ হাজার ৪৪৫টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছন ৮৯ হাজার ৭৪২টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন সর্বোমোট ৩২ হাজার ২৯৭টি ভোট। এছাড়াও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৭ হাজার ২৭১টি ভোট।

সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কারণে দ্রুত ফলাফল পাওয়া গেছে।

বেসরকারি ফলাফলে অন্যান্য প্রার্থীদের পাওয়া ভোটের পরিমাণ হচ্ছে- বাংলাদেশ কংগ্রেসের জেলা আহবায়ক ডক্টর মনসুর রহমান (ডাব প্রতীক) ৪৫৬, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন প্রতীক) ৫৫৪, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক প্রতীক) ৬৩০ এবং মালয়েশিয়া প্রবাসী মিনহাজ মন্ডল আপেল মার্কা নিয়ে পেয়েছেন ২ হাজার ৯২০টি।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে ১৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

Bootstrap Image Preview