Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-দলের সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দু-দলের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৪ জুন)  সকাল ৭টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ইউসুফদিয়া বাজারে যাওয়া নিয়ে সোমবার (২৪ জুন) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সমর্থকদের সাথে প্রতিপক্ষ এনায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে উভয় দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

ঢাল-কাতরা, সড়কি-ভেলা, ইটপাটকেল ও রামদা নিয়ে দু-দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

দুই ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে শিপন, শাহজাহান, লিটন, রস্তুম সরদার, নুরুদ্দীন, সাহেদ মীর, মুক্তার হোসেন সহ উভয় দলের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই  বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ মোতায়েন করায় এলাকা শান্ত রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

Bootstrap Image Preview