Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়ি থেকে নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩ দিন পর সোমবার বিকেলে আবিদা সুলতানা পপি নামে একজনকে শেরপুরের নকলার গৌড়দ্বার থেকে উদ্ধার করা হয়েছে।

পপি বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এই তিন যমজ বোন শুক্রবার রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ পিত্রালয় থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পরিবারের লোকজন নিখোঁজ হওয়া তিন যমজ বোনের কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতে নিখোঁজ ৩ কিশোরীর চাচা আব্দুস সালাম ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৪৪৯) করেন।

এই বিষয়ে ফুলপুর থানার ওসি গাজী ইমারত হোসেন জানান, তিন বোনের একজনকে পাওয়া গেছে।

এই ঘটনায় উদ্ধার হওয়া কিশোরীকে ও এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ঝগড়ার কারণে অভিমানে তিন যমজ বোন পালিয়ে যেতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

Bootstrap Image Preview