Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাযিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসলামী বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাযিল (স্নাতক) ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। 

সোমবার (১৭ জুন) দুপুরে উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

এসময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে আজাদ লাভলু উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট এ ফল হস্তান্তর করেন।

ফল পর্যবেক্ষণে দেখা গেছে, ফাযিল ২য় বর্ষে (অনিয়মিত) ৮৪.১৯ শতাংশ এবং ফাযিল ৩য় বর্ষে ৯৮.১০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাশ করেছে ৮৯.২০ শতাংশ শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্র থেকে জানা গেছে, ফাযিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট ৪ হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

এর মধ্যে ৩ হাজার ৭২২ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়াও ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী।

এদিকে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৫৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ৮৫১ জন। ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, প্রকাশিত ফল পরিবর্ধন, সংশোধন এবং বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের হাতে সংরক্ষিত। সুতরাং কেউ যদি ফল পুনবিবের্চনা করতে চায় অগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের নিয়মমাফিক আবেদন করতে হবে। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

Bootstrap Image Preview