Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিজ্ঞাপনকে ব্যঙ্গ করতে ব্রা খুললেন পুনম, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নগ্নতা, যৌনতা, এই শব্দগুলো মডেল পুনম পান্ডের ক্ষেত্রে বহু পুরোনো। নিজেকে কীভাবে লাইমলাইটের কেন্দ্রে থাকতে হয় পুনম পান্ডে তা ভালো করেই জানেন! কোনও না কোনও 'কাণ্ড' ঘটিয়ে তিনি ঠিক খবরে চলে আসেন! সোশাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ! তার প্রতি মুহূর্তের আপডেট রেখে চলেছে অগুন্তি ফ্যান! এবার ব্যতিক্রমধর্মী এক প্রতিবাদ জানিয়ে আলোচনায় তিনি। পাকিস্তানের একটি বিজ্ঞাপনকে ব্যঙ্গ করতে গিয়ে নিজের ব্রা খুলে ফেললেন এই অভিনেত্রী। আর সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে।

এই নায়িকা আগুনে ঘি ঢেলেছেন আরও কিছুদিন আগে। ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এবার ভারত যত ম্যাচে জিতবে ততবারেই দিনি অন্তরবাস খুলবেন।’ সেই বক্তব্যের রেস কাটতে না কাটতেই তার ব্রা খোলার ভিডিও ভাইরাল হলো।

আগামী ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তানের সমর্থকরা নানা ব্যাঙ্গার্থক ট্রোল করে চলেছেন। আর এই ট্রোলের বিষয় হিসেবে মওকা বিজ্ঞাপনের নতুন ভার্সন যেন বিশেষ ভূমিকা রাখছে। বিজ্ঞাপনের প্রতিবাদ জানাতে গিয়ে পুনমের ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার মধ্যে পড়েছেন পুনমও।

আইসিসি টুর্নামেন্টে ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটি আলোচিত কয়েক বছর ধরে। এবার ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটির আপডেটেড সংস্করণ সম্প্রচার করা হচ্ছে। যে বিজ্ঞাপনটি বানানো হয়েছে, তাতে ভারতকে ‘বাবা’ এবং পাকিস্তানকে ‘পুত্র’ হিসেবে দেখানো হয়েছে।

তারপর থেকেই চরম সমালোচিত এই বিজ্ঞাপন। এখানে দেখা যাচ্ছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। অভিনন্দনের মুখ দিয়ে তার পরিচিত সংলাপ বলানো হয়েছে, ‘আয়াম নট সাপোসড টু টেল ইউ দ্যাট।’ ছেড়ে দেওয়ার সময় তার হাত থেকে কেড়ে দেওয়া হয় চায়ের কাপটিও।

Bootstrap Image Preview