Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে এমপি বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


নেত্রকোনার পূর্বধলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের দায়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে একটি চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহসিমের কাছে এসে পৌঁছেছে।

ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং টানা তিনবার এই আসেন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

গত ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মাছুদ আলম তালুকদারের পক্ষে অবস্থা নেন এমপি বেলাল। প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এমপিকে আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

কিন্তু পরবর্তীতে ইসির নির্দেশনা অমান্য করে নির্বাচনের তিন দিন আগে আবারও নিজ নির্বাচনী এলাকায় অবস্থান নেন এমপি বেলাল। এতে নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরে নির্বাচনের দুই দিন আগে ৮ মার্চ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে জানায় যায়, নির্বাচন ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচালনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে বিধায় পূর্বধলাসহ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। সেই নির্দেশনায় এ উপজেলায় নির্বাচন স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে পূর্বধলা উপজেলায় ১৮ জুন পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি। ঠিক নির্বাচনের সাত দিন আগে ১২ জুন বুধবার এমপি বেলালের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইসি। চিঠিতে এমপি বেলালের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহসিমের কাছে জানতে চাইলে চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার তিনি বলেন, পূর্বধলা উপজেলার নির্বাচন স্থগিত করার পর কমিশনের নির্দেশ মোতাবেক ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ও যুগ্ম-সচিব বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন।

তিনি বলেন, তদন্তে এমপি কর্তৃক একজন প্রার্থীর পক্ষে প্রচার চালানো ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণসহ প্রতিবেদন দাখিল করেন ইসির ওই কর্মকর্তা। সেখানে এমপির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় থানায় নিয়মিত মামলার দায়েরের জন্য কমিশন নির্দেশনা প্রদান করেছে।

ওই নির্দেশনায় জেলা রিটার্নিং কর্মকর্তাকে বাদী হয়ে মামলা করার কথা বলা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রথম পর্যায়ের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে একজন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম। অন্যজন মাছুদ আলম তালুকদার (টিপে) বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। জাহিদুল উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর মাছুদ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।

প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয় হামলা-ভাঙচুর, প্রচারে বাধা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে। নির্বাচনী প্রচার-প্রচারণার সময় উভয়পক্ষের অন্তত ২৫ জনের মতো আহত হয়। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনসহ উভয়পক্ষেরই মামলা ও লিখিত অভিযোগ রয়েছে থানায়।

Bootstrap Image Preview