Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘যৌতুক না দেওয়ায়’ ফরিদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় স্বামীর বাড়ি থেকে আরিফা বেগমের (২১) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন সালথা থানা পুলিশ। আরিফার পরিবারের দাবি যৌতুকের দাবিতে আরিফাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরিফা বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের শামীম মোল্যার স্ত্রী এবং মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এলাকাবাসি জানায়, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে শামীম মোল্যার সঙ্গে আরিফার বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল আরিফার শ্বশুরবাড়ির লোকেরা। এ নিয়ে মাঝে মধ্যেই আরিফাকে মারপিট করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

আরিফার পিতা নুরুল ইসলাম শেখ বলেন, যৌতুকের দাবিতে মাঝেমধ্যেই ওরা আমার মেয়েকে মারধর করতো। তবে বারবার যৌতুক চাওয়ায় আমরা দিতে রাজি না হওয়ায় ওরা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এদিকে আরিফার স্বামী ও শ্বশুরবাড়ির লোকরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সালথা থানার এসআই স্বপন কুমার ঘোষ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরিফার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview