Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় সাংবাদিক হত্যা মামলার আসামি ফেনসিডিলসহ আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৯:৪৯ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


যশোরের শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার আসামি ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত রাজু মল্লিককে (৪২) ২০বোতল ফেনসিডিলসহ আটক করেছেন শার্শা থানা পুলিশ।

সোমবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বাজারের পাকারাস্তা সংলগ্ন মুকুলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাজু মল্লিক উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারেন গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিক কাশিপুর বাজারে মুকুলের দোকানের সামনে ফেনসিডিল বেঁচা-কেনা করছে।

তৎক্ষণাৎ শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তারের নেতৃত্বে  অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে রাজু মল্লিককে ২০বোতল ফেনসিডিলসহ আটক করেন।

এ বিষয়ে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০বোতল ফেনসিডিলসহ গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিককে আটক করা হয়েছে।

সে একজন বিখ্যাত মাদক সম্রাট। তার বিরুদ্ধে থানায় হত্যসহ ১০টি মামলা রুজু রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৮ মে) দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview