Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে ঈদ উপলক্ষ্যে চলছে সড়ক-মহাসড়ক মেরামতের কাজ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ঈদে ঘরমুখো যাত্রীদের কথা চিন্তা করে ঢাকা-সিলেট মহাসড়ক ও উপজেলা ভিত্তিক ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামতের কাজ চলছে। তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত সড়কগুলোর খানাখন্দে ইট-পাথর দিয়ে এরই মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নরসিংদী সড়ক বিভাগ সূত্রে জানা যায়, যেসব সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো অস্থায়ীভাবে সারিয়ে তোলা হচ্ছে। ঈদের পর এসব সড়ক স্থায়ীভাবে মেরামত করা হবে। নরসিংদী জেলার সড়ক বিভাগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে তা মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সওজের কর্মকর্তারা আশা করছেন, ঈদের আগেই সড়কগুলোর মেরামত কাজ শেষ হবে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের জেলা দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, বৃষ্টি থাকায় কিছুদিন সংস্কার কাজ ধীরে সম্পন্ন হয়েছে। আবহাওয়া ভালো থাকলে দ্রুত মহাসড়কের মূল সংস্কার কাজ শেষ হবে। তবে জেলার ক্ষতিগ্রস্ত মহাসড়কের খানাখন্দের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে।

এদিকে শিবপুর সড়ক উপ বিভাগ ও  নরসিংদী উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ ভূঞা জানান, ইতিমধ্যেই গ্রামাঞ্চলসহ মহাসড়কে গর্তগুলো ভরাট করার জন্য মন্ত্রণালয় থেকে যে অর্থ বাজেট এসেছে তা দিয়ে দ্রুততর মেরামত কাজ করার পদক্ষেপ নিয়েছি। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করার জন্য জোড়ালোভাবেই কাজ করছি।

নরসিংদী সাহেব প্রতাপ মোড়ে বিএল এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট ছোট গর্তগুলো ইতোমধ্যে পাথর ও বালি দিয়ে ভরাট করে দিয়েছে কর্তৃপক্ষ।

এই কাজে নিয়োজিত শ্রমিক মোঃ শাহিন মিয়া বলেন, প্রতি বছরের মত ঈদ আসলেই আমাদের একটু বাড়তি রোজগার হয় এই কাজ করে। তাই পরিবার পরিজন নিয়ে ঈদ করা আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যায়।

Bootstrap Image Preview