Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন ও মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ মে) দিবাগত রাতে এসআই চন্দন দে ও এএসআই হামিদ খানের নেতৃত্বে নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, পিপুলিয়া গ্রামের মৃত মো. আলাউদ্দিন ওরফে কচু মিয়ার ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হিরন মিয়া (৬২) ও সেনপাড়া গ্রামের মৃত ছাদ্দর আলীর ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. কবির হোসেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন,  হিরনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ আদালত।

অন্যদিকে, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০ ধারায় কবির হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১২(৮)০২ ধারায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে। সে দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। তারা দু’জনে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

রবিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview