Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (২৭ মে) এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আরএফএল’র কাভার্ড ভ্যানের হেলপার নাইম (১৭) ও পিকআপের চালক শাহাদত হোসেন (২৪)।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাকুর আহম্মেদ জানান, সকালে ইছাখাদা এলাকায় আরএফএল এর ডিপো অফিস থেকে একটি কাভার্ড ভ্যান মালামাল নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ডিপো অফিস থেকে মাগুরা ঝিনাইদহ সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত পিকআপ চালক শাহাদত হোসেন মুন্সিগঞ্জের শাহাজাহান হোসেনের ছেলে ও নিহত হেলপার নাইম মধুখালির মুক্তার খানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত সুমন হোসেন (৩৪) ও তুহিন (২৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Bootstrap Image Preview