Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাগলে পুঁইশাক খাওয়ায়, ভাইয়ের হাতে ভাই খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বড় ভাই আজগর আলীর (৫৩) দায়ের আঘাতে ছোট ভাই আক্কাস আলী গাজী (৪৫) নিহত হয়েছেন। 

রবিবার (২৬ মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আজগর আলী এবং তার ছেলে নুরুজ্জামান (১৬) পালিয়ে গেলেও পুলিশ আজগর আলীর স্ত্রী নূরজাহান খাতুনকে (৩৭) আটক করেছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রিয়াজউদ্দিন জানান, প্রতিবেশী আবুল কালামের একটি ছাগল আজগর আলীর ক্ষেতের পুঁইশাকের পাতা খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাগলটি ধরে খোয়াড়ে দেন। পরে এ ঘটনার প্রতিবাদ করেন আক্কাস আলী। এ নিয়ে রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে আজগর আলী ঘর থেকে ধারালো দা দিয়ে এসে আক্কাসের মাথায় ও দেহে কোপ মারেন। এ সময় গুরুতর আহত আক্কাজকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আগজার আলীর স্ত্রী নুরজাহান বেগমকে আটক করা হয়েছে। আজগরকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Bootstrap Image Preview