Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই সন্তানের ‘মুখে বিষ দিয়ে’ নারীর ‘আত্মহত্যা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১২:৪৫ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যশোরের শার্শা উপজেলায় স্বামী-শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানকে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার ইব্রাহিম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫) ও তার মেয়ে শারিফা খাতুন (১২) এবং ছেলে সোহান হোসেন (৫)। ইব্রাহিম পেশায় চা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়।

পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর (ওসি-তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview