Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাইয়ের চুরি হওয়া মোবাইল প্রেমিকার কাছে, দ্বন্দ্বে ভাইকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোবাইল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে তারিফ হাসান হৃদয় (১৯) নামক এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশ থেকে ছুরিবিদ্ধ অবস্থায় পুলিশ তারিফের লাশ উদ্বার করে। তার অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তারিফ হাসান হৃদয়ের বাড়ি থেকে কিছুদিন আগে একটি মোবাইল চুরি হয়। পরে চুরি হওয়া মোবাইলটি চাচাতো ভাই ইলিয়াসের প্রেমিকার কাছ থেকে টাকার বিনিময়ে উদ্ধার করেন হৃদয়।

এ মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাই ইলিয়াছ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল হৃদয়ের। রিববার সাহরির সময় চাচাতো ভাই ইলিয়াস, বাবলু, শাহীন ও এমদাদ বাড়ি থেকে ডেকে নিয়ে বালিপাড়া ব্রিজের নিচে হৃদয়কে রশি দিয়ে বেঁধে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা বিলকিছ বেগম বলেন, সাহরির সময় ইলিয়াস ও তার লোকজন হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাকি রাতে ঘরে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি তার। সকালে বালিপাড়া ব্রিজের নিচে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের মরদেহ শনাক্ত করি। ইলিয়াস সিরাজগঞ্জ থেকে গুন্ডা ভাড়া করে এনে আমার ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, বন্ধু-বান্ধব ও চাচাতো ভাইয়ের মধ্যে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিরাজগঞ্জের শাহীন, বাবুল ও এমদাদকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview