Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে ৮২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে উজেলার করইশ গ্রামে বিলকিছ কমিশনারের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পরদিন শনিবার (২৫ মে) দুপুরে কচুয়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল প্রেস কন্সফারেন্সের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জনান, করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহর নিকট একটি কষ্টি পাথরের মূর্তি রক্ষিত আছে- এমন সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় ৮২ কেজি ওজনের একটি বিষ্ণ মূতি উদ্ধার করা হয়।

এর উচ্চতা ৩৮ ইঞ্চি, প্রস্থ ১৯ ইঞ্চি। মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মূর্তিটি তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জনান, গত শুক্রবার বিকেলে উপজেলার করইশ গ্রামের মৃত আবুল হাসেমের দুই পুত্র ওয়ালী উল্যাহ, মো. ওসমান ও হানিফ মিয়ার ছেলে বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোন বস্তুর আঘাত টের পায়। এসময় তারা পুকুরে দুই ফুট গর্ত করে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আমরা মূর্তিটি উদ্ধার করি। কিন্তু এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview