Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪৮ বছরেও নির্মাণ হয়নি আড়িয়ালখাঁ সেতু, দুর্ভোগে ১২টি গ্রামের মানুষ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


নরসিংদীর রায়পুরায় আড়িয়ালখাঁ নদের ওপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে পারাপারের একমাত্র ভরসা বাঁশের তৈরি সাঁকো। 

এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের দুই উপজেলার ১২টি গ্রামের লক্ষাধিক মানুষকে। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা। স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও সেতুটি না হওয়ায় হতাশ দুই পাড়ের বাসিন্দারা।

জানা গেছে, আদিয়াবাদ ইউনিয়ন ছাড়াও শিবপুর উপজেলার যোশর, বাঘাব ইউনিয়নসহ নয়াচর, মরজাল, সৈকারচর, যোশর, বাঘাব, কামালপুর, জানখারটেক, লেটাব, দক্ষিণ কামালপুর ও কাজিয়া গ্রামের লক্ষাধিক মানুষের সঙ্গে উপজেলার ঐতিহ্যবাহী রাধানগর বাজারসহ জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম এই একমাত্র বাঁশের সাঁকো।

প্রতিদিন কয়েক হাজার মানুষ ছাড়াও সপ্তাহে তিনটি হাটের দিন তিনগুণ মানুষ এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করে। বর্ষাকালে জনপ্রতি নদ পারাপারে লাগে ১০ টাকা। এছাড়া শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হয় অনেকে। নদ পারাপারে দেরি হওয়ায় ক্লাসে সময়মতো শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে না।

এছাড়া রোগী হাসপাতালে নিতে অসুবিধা হয়। রাতের বেলায় অনেক প্রসূতি শুধু একটি সেতুর অভাবে সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারায় নানান ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেতুর অভাবে বিরূপ প্রভাব পড়েছে এলাকার উৎপাদিত কৃষিপণ্যের ওপর। সেতু না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে পারছে না। এতে তারা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু বিডিমর্নিংকে বলেন, এই ব্রীজটি করার জন্য তিনি ইতিমধ্যেই দফতরগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন। অতি শীঘ্রই এর সুফল ভোগ করবে এলাকাবাসী। 

এদিকে রায়পুরা উপজেলা এলজিইডি প্রকৌশলী শামীম ইকবাল মুন্না'র কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় সার্ভে করা হয়েছে। ডিজাইন সম্পূর্ণ হওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। অল্প কিছুদিনের মধ্যেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।   

Bootstrap Image Preview